মেলবোর্ন : বিরাট কোহলির পাশাপাশি তিনিও পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়ের অন্যতম নায়ক। বল হাতে ৩০ রানে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৩৭ বলে ৪০ রান। এমন জয়ের দিনে প্রয়াত বাবার কথা খুব মনে পড়ছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)।রবিবার জয়ের পর হার্দিকের বক্তব্য, ‘‘আমি শুধু বাবার কথা ভাবছিলাম। কোনওদিন বাবার জন্য চোখের জল ফেলিনি। আজ আমি যেখানে দাঁড়িয়ে, তার জন্য বাবার অনেক ত্যাগ রয়েছে।” তিনি আরও বলেছেন, ‘‘আমিও আমার ছেলেকে ভালবাসি। কিন্তু বাবা আমার জন্য যা করেছেন, সেটা আমি আমার ছেলের জন্য করতে পারবো কি না সন্দেহ। বাবা আমার জন্য নিজের শহর ছেড়েছিলেন। সেদিন উনি কিন্তু জানতেন না যে, আমি ক্রিকেটার হিসেবে দেশের হয়ে খেলব।”হার্দিকের (Hardik Pandya) সংযোজন, ‘‘বাবা আমাকে সুযোগটা না দিলে আমি ক্রিকেটার হিসেবে নাম করতে পারতাম না। ছেলেদের ক্রিকেট কোচিং যাতে ঠিকঠাক হয় তার জন্য উনি একাধিক শহরে ঘুরেছেন।”
আরও পড়ুন: বিরাটকে টুপি খুলে সেলাম, বললেন মুগ্ধ রোহিত