বিরাটকে টুপি খুলে সেলাম, বললেন মুগ্ধ রোহিত

Must read

মেলবোর্ন : ক্রিকেট মহলে জোর চর্চা দু’জনের সম্পর্কের তিক্ততা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরকে ফলো করেন কি না, এমনকী রোহিত-ভক্তকে খুন করেছেন বিরাট-ভক্ত—-এমন খবরও চাউর হয়েছিল মিডিয়ায়!
তবে রবিবার রাতের এমসিজিতে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকাকে যেভাবে পাওয়া গেল, তাতে এই সব চর্চার পালে আদৌ আর হাওয়া লাগবে কি না সন্দেহ। খেলা শেষ হতেই ছুটে মাঠে ঢুকে বিরাটকে (Virat Kohli) কাঁধে তুলে নিলেন রোহিত (Rohit Sharma)। জড়িয়ে ধরলেন। বিরাটের মুখে তখন নির্মল হাসি।

পরে মিডিয়ায় মুখোমুখি হয়েও কিং কোহলিকে (Virat Kohli) প্রশংসায় ভরিয়ে দিলেন হিটম্যান (Rohit Sharma)। বললেন, ‘‘চাপের মুখে বিরাট যে ভাবে জেতাল তার জন্য ওকে টুপি খুলে সেলাম জানাচ্ছি। আমার দেখা ভারতের হয়ে ওর খেলা অন্যতম সেরা ইংনিস। যে পরিস্থিতি থেকে ও ম্যাচ বের করে আনল, তাতে জয়ের স্বাদ অনেক বেশি বেড়ে গেল।” ভারত অধিনায়কের সংযোজন, ‘‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়। তাও আবার পাকিস্তানের মতো কঠিন দলের বিরুদ্ধে। গোটা দলের আত্মবিশ্বাস একলাফে অনেকটাই বেড়ে গেল।”

আরও পড়ুন: সিএবি নির্বাচন: দাদা স্নেহাশিসকে সভাপতি করে সরে গেলেন সৌরভ

রোহিত সাফ জানাচ্ছেন, বিরাট ও হার্দিকের জুটিই ম্যাচের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, ‘‘ওরা দু’জনেই অভিজ্ঞ। কঠিন পরিস্থিতিতে কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয় জানে। ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া উচিত ছিল। ওরা সেটাই করেছে।” টানটান উত্তেজনার ম্যাচ পেন্ডুলামের মতোই একদিক থেকে অন্যদিকে দুলছে। রোহিত বলছেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচে এটাই তো হবে। অসাধারণ একটা ম্যাচ খেললাম।” পিচ নিয়ে রোহিতের বক্তব্য, ‘‘উইকেট বোলারদের সাহায্য করেছে। আমাদের বোলাররা সেই সুযোগ কাজে লাগিয়েছে। তবুও ওরা স্কোরবোর্ডে ভাল রান তুলেছিল। জানতাম, এই পিচে রান তাড়া করতে গেলে নিজেদের সেরাটাই দিতে হবে।”

Latest article