পোর্ট অফ স্পেন, ৩ অগাস্ট : টেস্ট ও একদিনের সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে পিছিয়ে পড়ল ভারত। টারোউবায় ব্রায়ান লারার নামাঙ্কিত স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের অল্প রানে আটকে রেখেও জয় তুলে আনতে ব্যর্থ হার্দিক পান্ডিয়ার দল। শেষ ওভারে মাত্র ৪ রানে হার ভারতের। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের করা ৬ উইকেটে ১৪৯ রানের জবাবে ভারতের ইনিংস থামল ১৪৫/৯ স্কোরে।
আরও পড়ুন-নবান্ন থেকে দ্বারকা নদীর উপর নবনির্মিত সেতু উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
শুরুতে শুভমন গিল (৩), ঈশান কিসানের (৬) উইকেট হারিয়েও নিশ্চিত জয়ের লক্ষ্যেই এগোচ্ছিল ভারত। টি-২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব তিনে নেমে এদিন অভিষেক হওয়া তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। জেসন হোল্ডারের বলে শিমরন হেটমেয়ারের অসাধারণ ক্যাচে সূর্য (২১ বলে ২১) ফিরে যাওয়ার পরের ওভারেই অভিষেক ম্যাচে আগ্রাসী মেজাজে ব্যাট করা তিলকও (২২ বলে ৩৯) আউট হয়ে যান রোমারিও শেফার্ডের বলে। অভিষেক ম্যাচে নজর কাড়লেও দলকে জয় এনে দিতে পারেননি তিলক।
আরও পড়ুন-লাল-হলুদের শীর্ষ লড়াই
ধাক্কা সামলে অধিনায়ক হার্দিক ও সঞ্জু স্যামসনের জুটি যখন ভারতকে নিশ্চিত জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছিল, ঠিক তখনই ছন্দপতন। হার্দিক ও সঞ্জুকে ফিরিয়ে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। ১৬তম ওভারে হোল্ডারের বলে বোল্ড হন হার্দিক (১৯)। সঞ্জুকে (১২) সরাসরি থ্রোয়ে রান আউট করেন কাইল মেয়ার্স। পরে অক্ষর প্যাটেল (১১ বলে ১৩) অর্শদীপ সিং (৭ বলে ১২) ব্যাট হাতে মরিয়া চেষ্টা করলেও শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন শেফার্ড। সঙ্গে ক্যারিবিয়ানদের দুরন্ত ফিল্ডিং। ফলে যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবদের ভাল বোলিং দিনের শেষে কোনও কাজে এল না।
আরও পড়ুন-হার্দিকদের আজ প্রথম টি-২০
ওয়ান ডে সিরিজে কুল-চা জুটিকে দেখা যায়নি। চায়নাম্যান স্পিনার কুলদীপ খেললেও ডানহাতি লেগ স্পিনার চাহালকে খেলানো হয়নি একদিনের সিরিজে। টি-২০ সিরিজে কামব্যাকেই সফল বহু চর্চিত কুল-চা জুটি। ব্রেন্ডন কিংয়ের দাপটে শুরুটা বেশ ভাল করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শুরুর পাওয়ার প্লে-তে নিজের প্রথম ওভারেই দুই ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন এবং কাইল মেয়ার্সকে ফিরিয়ে দেন চাহাল। ওয়েস্ট ইন্ডিজ শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই কুলদীপ আউট করেন জনসন চার্লসকে। সেখান থেকে অধিনায়ক রোভমান পাওয়েল (৪৮) ও নিকোলাস পুরানের (৪১) ব্যাটে ভর করে লড়ার মতো স্কোর খাড়া করে ক্যারিবিয়ানরা। টেস্ট, ওয়ান ডে-র পর ভারতীয় টি-২০ দলের হয়ে এদিন অভিষেক হয় বাংলার পেসার মুকেশ কুমারের। উইকেট না পেলেও ডেথ ওভারে আঁটসাঁট বোলিং করেন মুকেশ। তবে ভারতের হয়ে এদিন সফল বোলার চাহাল ও অর্শদীপ। তাঁদের ঝুলিতে দু’টি করে উইকেট। কুলদীপ ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন একটি উইকেট।