লাল-হলুদের শীর্ষ লড়াই

কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে এখনও পর্যন্ত সব থেকে কঠিন ম্যাচটি ইস্টবেঙ্গল খেলতে নামছে বৃহস্পতিবার নিজেদের মাঠে। প্রতিপক্ষ গ্রুপ শীর্ষে থাকা ভবানীপুর

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে এখনও পর্যন্ত সব থেকে কঠিন ম্যাচটি ইস্টবেঙ্গল খেলতে নামছে বৃহস্পতিবার নিজেদের মাঠে। প্রতিপক্ষ গ্রুপ শীর্ষে থাকা ভবানীপুর। রঞ্জন চৌধুরীর প্রশিক্ষণাধীন দল পাঁচ ম্যাচে পাঁচটিই জিতে ১৫ নিয়ে গ্রুপ ‘বি’-তে সবার উপরে। এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লাল-হলুদ। আজ নিজেদের মাঠি ভবানীপুরকে হারালেই গ্রুপ শীর্ষে পৌঁছবে ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেড। সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচ যে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা মানছে লাল-হলুদ শিবির।

আরও পড়ুন-এশিয়াডে সুনীলদের কি ছাড়বে ক্লাব

বিএসএস-এর সঙ্গে ড্র করার পর ঘরের মাঠে আগের দুই ম্যাচে প্রতিপক্ষকে ১০ গোল দিয়েছে বিনো জর্জের ইস্টবেঙ্গল। দীপ সাহা, আমন সিকে, অভিষেক কুঞ্জমরা জয়ের ছন্দ ধরে রাখতে চান। হ্যাটট্রিকের লক্ষ্যে লাল-হলুদের জুনিয়র ব্রিগেড। সিনিয়র দলের দু-একজন খেললেও মূলত রিজার্ভ দলের তরুণদেরই কলকাতা লিগে দেখে নিচ্ছেন কোচ।

আরও পড়ুন-হার্দিকদের আজ প্রথম টি-২০

হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের নিয়মিত পরামর্শ পাচ্ছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। স্প্যানিশ কোচের সহকারী বিনো বলেছেন, ‘‘সুপার সিক্সে ওঠার ক্ষেত্রে এই ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগের ম্যাচে পাঁচ গোলে জিতলেও প্রথমার্ধটা আমরা ভাল খেলিনি। ভবানীপুরের বিরুদ্ধে আমাদের শুরু থেকে সেরা ফুটবল খেলতে হবে। নিয়মিত হেড কোচ কার্লেসের ক্লাসে থেকে আত্মবিশ্বাসী দল।’’ এদিকে, বুধবার ভোর রাতে শহরে এসে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছেন স্প্যানিশ মিডিও বোরহা হেরেরা।

Latest article