এশিয়াডে সুনীলদের কি ছাড়বে ক্লাব

এরপর মারডেকা কাপও রয়েছে। এত দীর্ঘ সময় ধরে ক্লাবগুলো তাদের ফুটবলারদের ছাড়বে কি না, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।

Must read

প্রতিবেদন : এশিয়ান গেমসের জন্য ইতিমধ্যেই ২২ জনের ভারতীয় ফুটবল দল বেছে নিয়েছেন জাতীয় কোচ ইগর স্টিমাচ। দলে সিনিয়র তিন ফুটবলার সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান থাকলেও তাঁদের এশিয়াডে খেলা নিয়ে এখনও সংশয় পুরোপুরি দূর হয়নি। কারণ, হাংঝাউ এশিয়ান গেমসের আয়োজক কমিটি চূড়ান্ত ভারতীয় স্কোয়াডকে অনুমোদন দিয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন-হার্দিকদের আজ প্রথম টি-২০

উল্লেখ্য, ১৫ জুলাইয়ের চূড়ান্ত সময়সীমার মধ্যে যে ভারতীয় স্কোয়াড এশিয়াডের আয়োজক কমিটিকে পাঠানো হয়েছিল, সেখানে সুনীল-সহ তিন সিনিয়রের নাম ছিল না। তাছাড়া সুনীল, সন্দেশ-সহ বাকি ফুটবলারদের তাঁদের ক্লাব এশিয়াডের জন্য ছাড়বে কি না, সেটাও পরিষ্কার নয়। এশিয়ান গেমস ১৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে। আইএসএল শুরু হওয়ার কথা ২১-২২ সেপ্টেম্বর। স্টিমাচ চান, এশিয়ান কাপের মূলপর্বের জন্য সেরা প্রস্তুতি নিতে। এশিয়াডের দলটিকেই অক্টোবরে থাইল্যান্ডে কিংস কাপে খেলাতে চাইছেন জাতীয় কোচ।

আরও পড়ুন-মোহনবাগানের সামনে বাংলাদেশ আর্মি, আজ ডুরান্ড উদ্বোধনে মুখ্যমন্ত্রী

এরপর মারডেকা কাপও রয়েছে। এত দীর্ঘ সময় ধরে ক্লাবগুলো তাদের ফুটবলারদের ছাড়বে কি না, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। তাছাড়া এশিয়ান গেমস ফিফা উইন্ডোর মধ্যে পড়ে না। তাই এশিয়াডে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়া বাধ্যতামূলক নয়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন, তাঁরা ক্লাবগুলির সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন।

Latest article