নয়াদিল্লি, ৭ মার্চ : কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসাবে ইনস্ট্রাগ্রামে ২৫ মিলিয়ন ফলোয়ার ক্লাবে নাম লেখালেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ছাপিয়ে গেলেন টেনিসের দুই কিংবদন্তি রাফায়েল নাদাল, রজার ফেডেরারকে। সেইসঙ্গে টপকে গেলেন ম্যাঞ্চেস্টার সিটির তরুণ তারকা ফুটবলার আর্লিং হালান্ডকে। ভারতীয় ক্রিকেটে হার্দিকের কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী।
আরও পড়ুন-পিচ নিয়ে শাস্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে বিসিসিআই
শুধু মাঠের পারফরম্যান্সে নয়, সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় তিনি। তাঁর স্টাইল ও বক্তব্য নিয়েও চর্চা হয় প্রচুর। একটা সময় তাঁর কেরিয়ার অন্ধকারের দিকে ঝুঁকেছিল। ছন্দ হারিয়েছিলেন তিনি। কিন্তু ওই পরিস্থিতি থেকে লড়াই করে ফিরে আসেন হার্দিক।
আরও পড়ুন-ইন্দোর থেকে শিক্ষা নিয়ে আর হয়তো টার্নার নয়
নাদাল-ফেডেরারের মতো তারকাকে টপকানোর পরে হার্দিক ইনস্ট্রা পোস্টে লিখেছেন, ‘এত ভালবাসা দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ। সবাই আমার কাছে স্পেশাল। সকলকে ধন্যবাদ। আপনারা যেভাবে আমাকে ভালবাসা দিয়েছেন এবং সব সময় সমর্থন করেছেন, পাশে থেকেছেন, এর জন্য কৃতজ্ঞ।’’