মুম্বই, ২৮ মার্চ : দুই নতুন দলের দ্বৈরথে বাজিমাত গুজরাট টাইটান্সের। কার্যত হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিল তারা। লখনউ সুপার জায়ান্টসকে টানটান উত্তেজনার ম্যাচে ৫ উইকেটে হারিয়ে অভিষেক আইপিএলে (IPL) অভিযান শুরু গুজরাটের। শুরু থেকে পেন্ডুলামের মতো দুলল ম্যাচ। শেষ হাসি হার্দিক পাণ্ডিয়াদের। প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচে নেমে ব্যাট হাতে ৩৩ রান করলেন গুজরাট ক্যাপ্টেন। ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও হার্দিকের নেতৃত্বে তাঁর দল জিতল মহম্মদ শামির দুরন্ত বোলিং ও রাহুল তেওয়াটিয়ার (২৪ বলে অপরাজিত ৪০) সাহসী ব্যাটিংয়ের সৌজন্যে। প্রথমে ব্যাট করে লখনউয়ের করা ১৫৮ রান শেষ ওভারে ২ বল বাকি থাকতে তুলে দিল গুজরাট।
ম্যাচের শুরুতে লখনউ শিবিরে কাঁপুনি ধরিয়ে দেয় মহম্মদ শামির আগুনে বোলিং। গতি, সুইংয়ের কামাল দেখিয়ে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। বুঝিয়ে দিলেন, টি-২০ বিশ্বকাপের অঙ্কে তিনি ভালভাবেই থাকছেন। প্রথম স্পেলে কুইন্টন ডি’কক, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডেকে সাজঘরে ফেরান টিম ইন্ডিয়ার স্পিডস্টার। শামির দাপটে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে যখন কোণঠাসা সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি, তখন লখনউ সুপার জায়ান্টসকে লড়াইয়ে ফেরায় দীপক হুডা ও আয়ুশ বাদোনির জুটি। হুডার ৪১ বলে ৫৫ এবং আয়ুশের ৪১ বলে ৫৪ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো স্কোর করে লখনউ। বাকিদের ছাপিয়ে এদিন আইপিএলে (IPL) অভিষেকেই নজর কাড়লেন ২২ বছরের আয়ুশ। অভিষেকেই ভবিষ্যৎ তারকা হওয়ার বার্তা দিয়ে রাখলেন দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা উত্তরাখণ্ডের তরুণ।