ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ, আলোচনা পরশু

সোমবার পাক সংসদের অধিবেশন শুরু হলে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে দেওয়ার জন্য অনাস্থা প্রস্তাব পেশ করে বিরোধীরা।

Must read

প্রতিবেদন : প্রত্যাশামতোই সোমবার পাক সংসদের অধিবেশন শুরু হলে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে দেওয়ার জন্য অনাস্থা প্রস্তাব পেশ করে বিরোধীরা। ৩১ মার্চ বৃহস্পতিবার এই অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ কাসিম খান সুরি। অধ্যক্ষ এদিন অনাস্থা প্রস্তাবটি গ্রহণ করার পর ৩১ মার্চ পর্যন্ত সংসদ মুলতুবি করে দেন।

আরও পড়ুন-কেকেআরে অনিশ্চয়তায় ভুগছিল কুলদীপ: অক্ষর

দেশের বিরোধী দলনেতা শাহবাজ শরিফ এদিন ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন। জানা গিয়েছে, পাক সংসদের ১৬১ জন সাংসদ এই অনাস্থা প্রস্তাব সমর্থন করছেন। পাশাপাশি ইমরানের দলের ৩০ জন সাংসদও বিরোধীদের সমর্থন করার কথা জানিয়েছেন। যদি তাই হয়, তাহলে ইমরানের পরাজয় কেউ আটকাতে পারবে না। কারণ পাকিস্তানে সরকার চালাতে গেলে ১৭২ জন সাংসদের সমর্থন থাকা প্রয়োজন। ইমরানের নিজের দলের সদস্য সংখ্যা মাত্র ১৫৫।

আরও পড়ুন-আরসিবির হয়েই খেলতে চেয়েছিলাম দাবি চাহালের

বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হলেও ওইদিন যে ভোটাভুটি হবে তার কোনও নিশ্চয়তা নেই। সূত্রের খবর, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব যদি শেষ পর্যন্ত ভোটাভুটিতে গড়ায় তবে ভোট গ্রহণ করা হবে ৪ এপ্রিল। পাকিস্তানের বিরোধী নেতা শাহবাজ বলেছেন, ইমরানকে ক্ষমতা থেকে সরতেই হবে৷

Latest article