আরসিবির হয়েই খেলতে চেয়েছিলাম দাবি চাহালের

তবে ভারতীয় লেগস্পিনারের কেরিয়ারের মোড় ঘুরতে শুরু করে ২০১৪ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার পর।

Must read

পুণে, ২৮ মার্চ : এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে ২২ গজে দেখা যাবে যুজবেন্দ্র চাহালকে। ২০১০ সালে রাজস্থান ফ্র্যাঞ্চাইজিতেই আইপিএল কেরিয়ারের শুরু করেছিলেন চাহাল। যদিও সেবার কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। তবে ভারতীয় লেগস্পিনারের কেরিয়ারের মোড় ঘুরতে শুরু করে ২০১৪ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার পর। টানা আট বছর আরসিবির হয়ে খেলার পর এবার দল ছেড়েছেন।

আরও পড়ুন-শচীনের টিপসেই সাফল্য: মুরুগান অশ্বিন

কিন্তু চাহালের মন পড়ে রয়েছে পুরনো দলে। তিনি বলছেন, ‘‘আরসিবির সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। ওখানে ফ্যানদের প্রচুর ভালবাসা পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমি কি বেশি অর্থের টানে আরসিবি ছাড়লাম? বাস্তব হল, আমি দল ছাড়তে চাইনি।’’
চাহার আরও বলেন, ‘‘মাইক হেসন (আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট) আমাকে ফোন করে জানান শোনো যুজ, আমরা বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজকে রিটেন করছি। তোমার জন্য নিলামে ঝাঁপাবো।’’ ডানহাতি লেগস্পিনারের বাড়তি সংযোজন, ‘‘না আমাকে অর্থের কথা বলা হয়েছিল, না রিটেন করার কথা। যদি একবারও আমাকে বলা হত যে, তোমাকে রিটেন করা হচ্ছে, তাহলেই থেকে যেতাম। আরসিবি ছাড়া অন্য কোনও দলের হয়ে খেলবো, এটা ভাবতেই পারতাম না। তাই বাড়তি অর্থ দাবি করার প্রশ্নই উঠছে না।’’

আরও পড়ুন-

এদিকে, মঙ্গলবারই এবারের আইপিএলের প্রথমবার মাঠে নামতে চলেছেন চাহাল। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তিনি বলছেন, ‘‘আরসিবি চিরদিন আমার হৃদয়ের কাছে থাকবে। তবে ওদের হয়ে যেমন নিজের সেরাটা সব সময় দিয়েছি, তেমন রাজস্থান রয়্যালসের হয়েও দেব। ওরা আমার ওপরে আস্থা রেখেছে। এই বিশ্বাসের মান রাখতে চাই।’’

Latest article