হরমনপ্রীতদের হার সিরিজ অস্ট্রেলিয়ার

ভারতকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জিতে শুরুটা দারুণ করেছিলেন হরমনপ্রীত কৌররা

Must read

মুম্বই, ৯ জানুয়ারি : ভারতকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জিতে শুরুটা দারুণ করেছিলেন হরমনপ্রীত কৌররা। কিন্তু টানা দুটো ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করলেন ভারতের মেয়েরা। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তুলেছিল ভারত। পাল্টা ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা।

আরও পড়ুন-দিনের কবিতা

কিন্তু ১৭ বলে ২৬ রান করে শেফালি আউট হতেই ধস নামে। জেমাইমা রডরিগেজ (২), হরমনপ্রীত কৌর (৩) রান পাননি। ২৮ বলে ২৯ করে আউট হন স্মৃতিও। ফলে ৬৬ রানেই ৪ উইকেট হারিয়েছিল ভারত। ওই পরিস্থিতিতে দলকে টানেন রিচা ঘোষ। তিনি ২৮ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দেন। শেষ দিকে আমনজোৎ কৌর (অপরাজিত ১৭) ও পূজা বস্ত্রকার (অপরাজিত ৭) দলের রানকে দেড়শোর কাছাকাছি পৌঁছে দেন। রান তাড়া করতে নেমে, মাত্র ছয় ওভারেই স্কোরবোর্ডে পঞ্চাশ রান তুলে ফেলেছিলেন অ্যালিসা হিলি ও বেথ মুনি। দু’জনের মধ্যে তুলনামূলকভাবে আগ্রাসী ছিলেন হিলি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৫ রান করে আউট হন তিনি। এরপর টালিয়া ম্যাকগ্রা (২০) ও এলিসা পেরি (০) দ্রুত আউট হলেও, দলকে জয় এনে দেন মুনি। তিনি ৪৫ বলে ৫২ রান করে নট আউট থাকেন।

Latest article