মুম্বই, ৯ জানুয়ারি : ভারতকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জিতে শুরুটা দারুণ করেছিলেন হরমনপ্রীত কৌররা। কিন্তু টানা দুটো ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করলেন ভারতের মেয়েরা। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তুলেছিল ভারত। পাল্টা ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা।
আরও পড়ুন-দিনের কবিতা
কিন্তু ১৭ বলে ২৬ রান করে শেফালি আউট হতেই ধস নামে। জেমাইমা রডরিগেজ (২), হরমনপ্রীত কৌর (৩) রান পাননি। ২৮ বলে ২৯ করে আউট হন স্মৃতিও। ফলে ৬৬ রানেই ৪ উইকেট হারিয়েছিল ভারত। ওই পরিস্থিতিতে দলকে টানেন রিচা ঘোষ। তিনি ২৮ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দেন। শেষ দিকে আমনজোৎ কৌর (অপরাজিত ১৭) ও পূজা বস্ত্রকার (অপরাজিত ৭) দলের রানকে দেড়শোর কাছাকাছি পৌঁছে দেন। রান তাড়া করতে নেমে, মাত্র ছয় ওভারেই স্কোরবোর্ডে পঞ্চাশ রান তুলে ফেলেছিলেন অ্যালিসা হিলি ও বেথ মুনি। দু’জনের মধ্যে তুলনামূলকভাবে আগ্রাসী ছিলেন হিলি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৫ রান করে আউট হন তিনি। এরপর টালিয়া ম্যাকগ্রা (২০) ও এলিসা পেরি (০) দ্রুত আউট হলেও, দলকে জয় এনে দেন মুনি। তিনি ৪৫ বলে ৫২ রান করে নট আউট থাকেন।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…