দিল্লিকে হারিয়ে শীর্ষে হরমনরা

এদিন প্রথমে ব্যাট করে ১৮ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল দিল্লির ইনিংস। জবাবে ১৫ ওভারে ২ উইকেটে ১০৯ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই।

Must read

মুম্বই, ৯ মার্চ : মেয়েদের আইপিএলে টানা তৃতীয় জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে ডব্লুপিএলের শীর্ষে উঠে এলেন হরমনপ্রীত কৌররা। এদিন প্রথমে ব্যাট করে ১৮ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল দিল্লির ইনিংস। জবাবে ১৫ ওভারে ২ উইকেটে ১০৯ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। রান তাড়া করতে নেমে দারুণ ব্যাট করলেন মুম্বইয়ের দুই ওপেনার যস্তিকা ভাটিয়া (৩২ বলে ৪১) ও হেইলে ম্যাথুজ (৩১ বলে ৩২)। তাঁরা আউট হওয়ার পর বাকি কাজটা করেন ন্যাট শিভার (১৯ বলে অপরাজিত ২৩) ও হরমন (৮ বলে অপরাজিত ১১)।

আরও পড়ুন-খোয়াজার সেঞ্চুরি, বড় রানের দিকে অস্ট্রেলিয়া

এদিন শুরুটা একেবারেই ভাল হয়নি দিল্লির। স্কোরবোর্ডে ৩১ রান যোগ করতে না করতেই তিন উইকেট পড়ে গিয়েছিল। বিপর্যয়ের মুখে একাই লড়াই করেন অধিনায়ক মেগ ল্যানিং। তিনি ৪১ বলে ৪৩ রান করেন। এছাড়া উল্লেখযোগ্য জেমাইমা রডরিগেজের ১৮ বলে ২৫ রান। এই ম্যাচেও নজর কাড়লেন বাংলার মেয়ে তথা মুম্বইয়ের বাঁহাতি স্পিনার সাইকা ইশাক। তিনি ১৩ রানে ৩ উইকেট নেন। এছাড়া তিনটি করে উইকেট নেন ইসি ওয়াং ও ম্যাথুজ। এই ম্যাচেও নজর কাড়লেন বাংলার মেয়ে তথা মুম্বইয়ের বাঁহাতি স্পিনার সাইকা ইশাক। তিনি ১৩ রানে ৩ উইকেট নেন। এছাড়া তিনটি করে উইকেট নেন ইসি ওয়াং ও ম্যাথুজ।

Latest article