প্রতিবেদন : শেষ পর্যন্ত ঘর শত্রু বিভীষণ কুলদীপ বিষ্ণোইকে (Kuldeep Bishnoi) সাসপেন্ড করল কংগ্রেস (Congress)। দলের ওয়ার্কিং কমিটির সদস্য পদও কেড়ে নেওয়া হয়েছে। হরিয়ানা বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে কুলদীপের (Kuldeep Bishnoi) সদস্যপদ খারিজের আর্জি জানাবে কংগ্রেস, এমনটাই খবর। কুলদীপের ক্রশ ভোটিংয়ের জন্যই রাজ্যসভায় যাওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে প্রবীণ কংগ্রেস নেতা অজয় মাকেনের। হরিয়ানায় বিজেপি যাতে দলীয় বিধায়কদের প্রলোভিত করতে না পারে সেজন্য কংগ্রেস আগেভাগেই সব বিধায়ককে রায়পুরের রিসর্টে নিয়ে গিয়ে রেখেছিল। কুলদীপ অবশ্য রায়পুর যাননি। শুক্রবার রাজ্যসভার ভোটে তিনি বিজেপি বিজেপি-জেজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে ভোট দেন। মাকেন জিতছেন এটা নিশ্চিত জেনে কংগ্রেস কার্যত উৎসব শুরু করেছিল। কিন্তু মাকেন হেরে যাওয়ার খবরে কংগ্রেস শিবিরের মাথায় যেন বাজ পড়ে। কংগ্রেস পুনর্গণনার দাবি জানালেও নির্বাচন কমিশন সেই দাবি খারিজ করে দেয়।
আরও পড়ুন: নাগাল্যান্ড-কাণ্ডে পুলিশের চার্জশিটে নাম ৩০ সেনার