দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ, করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল

Must read

প্রতিবেদন : দেশজুড়ে ফের উদ্বেগজনক হারে বাড়ছে করোনার (Coronavirus- India) সংক্রমণ। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। গত তিন মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ (Coronavirus- India)। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০৮১ জন। মুম্বই শহরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। কারণ একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ। পজিটিভিটি রেটও শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সংক্রমণের নিরিখে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। তারপর রয়েছে কেরল। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে দিল্লি ও কর্নাটক। তবে সংক্রমণ ও পজিটিভিটি রেট বাড়লেও মৃত্যুর সংখ্যা শুক্রবারের তুলনায় অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় করেনার বলি হয়েছেন ১০ জন। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৪। সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। শেষ ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ১০৩ জন। ফলে এদিন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন: অস্ত্র ও ত্রাণসামগ্রী পাঠান বিশ্বের কাছে আর্তি জেলেনস্কির

Latest article