প্রতিবেদন : লেখাপড়ায় ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য হরিয়ানার বিজেপি (Haryana Government- Tablets) সরকার দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব দিয়েছিল। কিন্তু হঠাৎই পড়ুয়াদের কাছ থেকে ওই ট্যাব ফেরত চাওয়া হল। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষা দফতরের এই নির্দেশিকা এসে পৌঁছেছে। এর ফলে চরম সমস্যার মুখে পড়েছে হরিয়ানার প্রায় ৫ লাখ ছাত্র-ছাত্রী। কারণ বর্তমান পরিস্থিতিতে তারা ট্যাব নিয়ে পড়াশোনা করতে অভ্যস্ত হয়ে পড়েছে। তাই ট্যাবটি ফেরত দিতে হলে পড়াশোনার ক্ষেত্রে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে।
জানা গিয়েছে, ২০২২ সালের মে মাসে পড়ুয়াদের এই ট্যাব (Haryana Government- Tablets) দেওয়া হয়েছিল। ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এক নির্দেশিকায় জানিয়েছে, দশম শ্রেণির পড়ুয়া যারা উচ্চশিক্ষার স্তরে প্রবেশ করবে তাদের অবশ্যই স্কুলে ট্যাবলেটটি জমা দিতে হবে। একই নিয়ম প্রযোজ্য দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রেও। শুধু ট্যাবলেট নয়, একই সঙ্গে ফেরত দিতে হবে চার্জার, সিম কার্ড এবং ট্যাবের সঙ্গে দেওয়া অন্যান্য জিনিসপত্র। ফাইনাল পরীক্ষার রোল নম্বর পাওয়ার আগেই পড়ুয়াদের এই ট্যাব জমা দিতে হবে। যদি কোনও পড়ুয়া সরকারের দেওয়া ট্যাবলেট ফেরত না দেয় তবে তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না। তবে শুধু ট্যাব ফেরত দিলেই হবে না, দিতে হবে ট্যাবলেটের বাক্সও। যদি কোনও পড়ুয়া ট্যাবলেটের বাক্স ফেরত দিতে না পারে তবে তাকে ট্যাবলেটের পিছনে মার্কার পেন দিয়ে আইএমইআই নম্বর লিখে দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুলকে সব ধরনের রেকর্ড রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-মৃত্যু বেড়ে ২৫ হাজার, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০ দিনের শিশু
প্রশ্ন উঠেছে, হঠাৎই এই তুঘলকির ফরমান কেন? শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই ট্যাবলেট ফিরিয়ে নিয়ে তা নতুন পড়ুয়াদের হাতে দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, মাত্র এক বছরের মধ্যেই কেন ট্যাব ফিরিয়ে নেওয়া হচ্ছে? ফাইনাল পরীক্ষার আগে ট্যাব ফিরিয়ে নেওয়া হলে পড়ুয়াদের তো চরম সমস্যার মধ্যে পড়তে হবে। সে কথা জেনেও বিজেপি সরকার কী করে এই অমানবিক সিদ্ধান্ত নিয়েছে!