লখনউ, ২৩ ফেব্রুয়ারি : ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ানেন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কান অলরাউন্ডার ফের করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা তিন ম্যাচের সিরিজে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। বুধবার এ কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন-চোট গুরুতর, আইপিএলেও অনিশ্চিত চাহার
গত ১৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচের ঠিক আগে হাসারাঙ্গা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর ফলে সিরিজের বাকি ম্যাচগুলোয় মাঠে নামতে পারেননি। দলের সঙ্গে ভারত সফরে এলেও, এদিন শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে, তারকা ক্রিকেটারের কোভিড টেস্টের রিপোর্ট ফের পজিটিভ এসেছে।
আরও পড়ুন-বিধাননগরের এমপি এমএলএ স্পেশাল কোর্টের নির্দেশ
জানা গিয়েছে, মঙ্গলবার হাসারাঙ্গার র্যা পিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপর আরটি-পিসিআর টেস্টেও একই রেজাল্ট ধরা পড়ে। ফলে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। যতদিন না পর্যন্ত তাঁর রিপোর্ট নেগেটিভ আসছে, হাসারাঙ্গা দলের সঙ্গে যোগ দিতে পারবেন না।
আইপিএলের মেগা নিলামে হাসারাঙ্গাকে ১০.৭৫ কোটি টাকা দিয়ে দলে টেনেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে শ্রীলঙ্কান অলরাউন্ডার এই সিরিজে কেমন পারফরম্যান্স করেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। কিন্তু হাসারাঙ্গা গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন!