চোট গুরুতর, আইপিএলেও অনিশ্চিত চাহার

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। এবার আসন্ন আইপিএলেও দীপক চাহালের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিল।

Must read

চেন্নাই, ২৩ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। এবার আসন্ন আইপিএলেও দীপক চাহালের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। ডানহাতি পেসারের হ্যামস্ট্রিনংয়ের চোট রীতিমতো গুরুতর বলেই খবর। আপাতত তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে পাঠানো হয়েছে। পুরোপুরি ফিট হয়ে উঠতে অন্তত পাঁচ থেকে ছ’সপ্তাহ সময় লাগবে। ফলে এবারের আইপিএলে চাহারের মাঠে নামা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

আরও পড়ুন-বিধাননগরের এমপি এমএলএ স্পেশাল কোর্টের নির্দেশ

প্রসঙ্গত, রিটেন না করলেও, মেগা নিলামে ১৪ কোটি টাকা দিয়ে চাহারকে কিনেছে চেন্নাই সুপার কিংস। গত কয়েকটি আইপিএলের আসের তিনি চেন্নাই দলের অন্যতম সেরা অস্ত্র ছিলেন। এ বছরও জাতীয় দলের হয়ে ব্যাটে-বলে চমৎকার ফর্মে ছিলেন। শেষ পর্যন্ত যদি চাহার এবারের আইপিএল থেকে ছিটকে যান, সেটা হবে সিএসকের জন্য বড় ধাক্কা।

আরও পড়ুন-ভ্যাকসিন নেই, ফিরে যাও দেশে, বিশ্বকাপে ভয়ঙ্কর অভিজ্ঞতা রবিদের

বোর্ড সূত্রের খবর, মার্চের শেষ সপ্তাহে শুরু হবে এবারের আইপিএল। চলবে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। এদিকে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আইপিএলের প্রস্তুতি শিবির চালু করবে সিএসকে। চেন্নাই টিম ম্যানেজমেন্ট অবশ্য চাহারকে নিয়ে পুরোপুরি আশা ছাড়ছে না। বরং তারা মনে করছে, আইপিএলের শুরুর দিকে না হলেও টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে ফিট হয়ে উঠবেন ডানহাতি পেস বোলার। সেক্ষেত্রে প্রথম পর্বের বেশ কিছু ম্যাচ খেলতে না পারলেও, দ্বিতীয় লেগের শুরু থেকেই মাঠে নামতে পারবেন চাহার।

Latest article