সংবাদদাতা, জলপাইগুড়ি : ময়নাগুড়িকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্ত চায় না পরিবার। আদালতে জানালেন নির্যাতিতার বাবার আইনজীবী কিশোর দত্ত। বুধবার এই মামলার শুনানি হয় হাইকোর্টের চিফ জাস্টিসের ঘরে। শুনানির পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলার তদন্তের ভার দেন পুলিশের ওপরই। পাশাপাশি নির্যাতিতার পরিবারের নিরাপত্তার দায়িত্ব পুলিশকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-মিথ্যা চলবে কতদিন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন
এদিন শুনানির সময় নির্যাতিতার বাবা উপস্থিত ছিলেন। বিরোধী পক্ষের উকিল সাওয়াল করেন কীভাবে নির্যাতিতার বাবা এখানে এলেন, কীভাবেই বা সরকার পক্ষের উকিলকে চিনলেন। এর পরই নির্যাতিতার বাবাকে নিজের চেম্বারে ডেকে নেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তাঁকে একান্তে ডেকে প্রায় ২০ মিনিট ধরে তাঁর সঙ্গে কথা বলেন তিনি। তার সঙ্গে কথা বলার পর এজলাসে তিনি ময়নাগুড়িকাণ্ডের তদন্তের ভার পুলিশের ওপরেই দেন। এদিনের এই রায়ে আরও একবার বিরোধীদের মুখ পুড়ল। বিরোধীদের চক্রান্তের পাশাপাশি নোংরা রাজনীতি আরও একবার প্রমাণ হল।