গ্রামে ঘুরলেন, পাশে দাঁড়ালেন বিধায়ক প্রবল বর্ষণে বিপন্ন বড়জোড়া

ভিড়কাশোল, শালগাড়া, প্রতাপপুর, জমাদার গ্রাম ভৈরবপুর, কৃষ্ণনগর গ্রামগুলিতে জল ঢুকছে হু-হু করে। আতঙ্কিত মানাচরের বাসিন্দারা।

Must read

রূপেশ খাঁ বড়জোড়া: গতকাল রাতে প্রবল বর্ষণে জলমগ্ন বাঁকুড়া বড়জোড়ার চুনপোড়া জয়সিংহপুর। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হাজির হলেন স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বৃহস্পতিবার মাঝরাতে আচমকা বৃষ্টি। ঘণ্টা দেড়েকের প্রবল বর্ষণে মাঠঘাট, পুকুরডোবা, নদীনালা সব থইথই। বড়জোড়ার বেশ কিছু এলাকা জলমগ্ন। চুনপোড়া গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে হাঁটুজল। রাস্তায় কোমর অবধি।

আরও পড়ুন-দুর্যোগে দুর্ভোগ, আজও হবে ভারী বৃষ্টি

ভিড়কাশোল, শালগাড়া, প্রতাপপুর, জমাদার গ্রাম ভৈরবপুর, কৃষ্ণনগর গ্রামগুলিতে জল ঢুকছে হু-হু করে। আতঙ্কিত মানাচরের বাসিন্দারা। বড়জোড়া দক্ষিণের কাঁটাবাধ ও হাট আশুড়িয়া সংযোগ রাস্তার সেতু জলের তলায়। কিছু যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। জোড় এলাকায় একটি মুরগিখামার জলের তলায়। বহু মুরগি মারা পড়েছে। ঘুটগড়িয়া পঞ্চায়েতের তেঁতুলপোয়া গ্রাম জলমগ্ন। রাস্তায় কজওয়ে দিয়ে জল বইছে। শুক্রবার সকাল থেকে জলমগ্ন গ্রাম পরিদর্শনে বেরোন বিধায়ক। অলক বলেন, এ বছর বড়জোড়ার মানুষ এই প্রথম ভারী বর্ষণের মুখ দেখলেন। চাষ প্রায় হয়নি। আচমকা বৃষ্টিতে চুনপোড়া গ্রামের কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। তবে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। আর বৃষ্টি না হলে শুক্রবার রাতেই জল নেমে যেতে পারে। অলকের আশঙ্কা, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ কতটা প্রভাব ফেলবে এখনই বলা যাচ্ছে না। বলেন, ব্লক প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে বলেছি।

Latest article