করোনা নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর

Must read

প্রতিবেদন : রাজ্যে করোনায় (Covid- Heath Department) আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা সুবীর কর নামে ৮০ বছরের এক বৃদ্ধের। এর আগে গত সোমবার আইডি-তে করোনায় এক বৃদ্ধ মারা গিয়েছিলেন। এ নিয়ে গত কয়েকদিনে করোনায় ৩ জন প্রাণ হারালেন। বেলেঘাটা আইডি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা ষাটোর্ধ্ব ৫ জন রোগীরই অবস্থা সংকটজনক। স্বাস্থ্য দফতর (Covid- Heath Department) সূত্রে খবর, রাজ্যে গত ২-৩ দিনে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সক্রিয় রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬২ জন। এর মধ্যে ৪০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। পশ্চিমবঙ্গে দৈনিক গড়ে হাজারের মতো পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সংখ্যা বাড়লে, আক্রান্ত রোগীও বাড়বে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ হাজার ১৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯২ জন।

আরও পড়ুন- ১০০ ডায়ালে আরও দ্রুত কাজ

Latest article