নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : বিজেপি-শাসিত ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবার বেহাল ছবিটা আরও একবার সামনে এল। ওই ছবি থেকেই জানা গেল যোগীর রামরাজ্যে স্বাস্থ্য কর্মীরা কতটা সুখে আছেন। বিগত কয়েকমাস ধরেই বেতন পাচ্ছেন না রাজ্যের ৮০ হাজার স্বাস্থ্য কর্মী। তাদের ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। বিভিন্ন সংস্থা থেকে আউটসোর্সের মাধ্যমে নার্স, টেকনিসিয়ান, কম্পিউটার অপারেটর, ওয়ার্ড বয়, সুইপার, প্লাম্বার এবং নিরাপত্তারক্ষীর পদে নিয়োগ করা হয়েছিল বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে।
আরও পড়ুন-জীবন্ত পোড়ানো হল শিক্ষিকাকে
তাঁদের বেতন ছিল ৯২০০ টাকা থেকে ১৬ হাজার টাকার মধ্যে। ফেব্রুয়ারি মাসের পর আর বেতন মেলেনি বলে স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন। বেতন না মেলায় অনাহারে এবং অর্ধাহারে কাটাতে হচ্ছে উত্তরপ্রেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের এই সমস্ত কর্মীদের। তাঁদের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে রাজ্য জুড়ে ধর্মঘটের হুমকিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন-জয়ী হল শিক্ষাশ্রী, বিজিত সবুজসাথী
সংযুক্ত স্বাস্থ্য আউটসোর্সিং এবং সম্বিদা কর্মচারী সংঘের সম্পাদক সচিতানন্দ মিশ্র জানিয়েছেন, শুধুমাত্র লখনউতেই বিভিন্ন হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি মাসে ৭ তারিখে বেতন মেটানোর কথা। কিন্তু তাঁরা সময়মতো বেতন পান না। তিনি আরও জানান, লখনউয়ের কর্মীরা তাও দুই থেকে তিনমাস দেরিতে বেতন পান। কিন্তু প্রয়াগরাজ, গোরক্ষপুর, সন্ত কবিরনগর, মহারাজগঞ্জ, আমরোহা-সহ অন্যান্য জেলার কর্মীরা পাঁচ থেকে সাত মাস দেরিতে বেতন পান। বিগত কয়েক বছর ধরেই এই প্রথা চলে আসছে। কার্যত এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। আউটসোর্স কর্মচারী সংগঠনের রাজ্য সভাপতি রিতেশ মলের প্রশ্ন, হরিয়ানা, দিল্লির মতো রাজ্যগুলির তুলনায় যোগী রাজ্যের স্বাস্থ্যকর্মীরা অনেক কম বেতন পান। কেন এই বঞ্চনা?