ফোন করলেই বাড়িতে হাজির হবেন স্বাস্থ্যকর্মী

শহর জুড়ে মাইকে প্রচার চালিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কোন কোন ওয়ার্ডের মানুষ জরুরি প্রয়োজনে কোন স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করবেন।

Must read

পুরুলিয়া :‌ ছড়িয়ে দেওয়া হল পুরুলিয়া শহরের বড়হাটের এলাকা। মূল হাট থেকে পঁচাত্তর শতাংশ সবজিবিক্রেতাকে সরিয়ে আনা হল রাস্তার দুপাশে। স্যানিটাইজ করা হল বড়হাট, জেলাশাসকের দফতরের এলাকা ও জেলা পরিষদ। রবিবার যুদ্ধকালীন তৎপরতায় শহর জুড়ে কোভিড সচেতনতার প্রচার চালালেন জেলাশাসক রাহুল মজুমদার ও পুর প্রশাসক চেয়ারম্যান নবেন্দু মাহালি। ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য রবিশঙ্কর দাস।

আরও পড়ুন-গ্রামের মেয়েরা বাঁচিয়ে রেখেছে টুসু-পরবকে

শহর জুড়ে মাইকে প্রচার চালিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কোন কোন ওয়ার্ডের মানুষ জরুরি প্রয়োজনে কোন স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করবেন। অভিযান এখন চলবে বলে জানিয়েছেন জেলাশাসক। পুরুলিয়া শহরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩২৪ জন। জেলায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৪৯ জন। সংক্রমণ যাতে ভয়াবহ না হয়ে উঠতে পারে, সেজন্য যাবতীয় ব্যবস্থা শহরে নেওয়া হয়েছে। চেয়ারম্যান নবেন্দু মাহালি বলেছেন, সর্বত্র মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

Latest article