এজবাস্টন, ৪ জুলাই : কোভিড হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে তিনি খেলতে পারেননি। তবে ভারত অধিনায়ক এখন কোভিড-মুক্ত। নেমে পড়েছেন এজবাস্টনের নেটেও।
অসমাপ্ত এই সিরিজের পঞ্চম টেস্টের ঠিক আগে কোভিড পজিটিভ হয়েছিলেন রোহিত। তাঁকে টিম হোটেলেই আইসোলেশনে রাখা হয়েছিল। রোহিত খেলতে না পারায় স্টপ গ্যাপ অধিনায়ক বেছে নেওয়া হয় জসপ্রীত বুমরাকে। তবে হিটম্যান করোনা মুক্ত হওয়ায় টি-২০ ও একদিনের সিরিজে তাঁকেই নেতৃত্ব দিতে দেখা যাবে। বিসিসিআইও সেটাই ট্যুইটারে জানিয়েছে। সাউদাম্পটনে ইংল্যান্ডের সঙ্গে প্রথম টি-২০ ম্যাচ বৃহস্পতিবার। লেস্টারে প্রস্তুতি ম্যাচের পর আবার সেই ম্যাচে রোহিতকে খেলতে দেখা যাবে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর হাত ধরে গড়ে উঠছে নতুন সুন্দরবন
রবিবার এজবাস্টনের নেটে নেমে পড়েছিলেন রোহিত। তাঁর নেট করার ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। নেটে রোহিতকে বল করেছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। দু’জনেই টেস্ট দলে রয়েছেন। তবে এজবাস্টনে প্রথম এগারোয় থাকতে পারেননি। রোহিত অবশ্য কোভিড-মুক্ত হয়ে গেলেও নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি মেডিক্যাল প্রোটোকলে আটকে যাওয়ায়। সেটা এই যে, কেউ কোয়ারেন্টিনের বাইরে এলে তাকে বাধ্যতামূলকভাবে কার্ডিওভাস্কুলার টেস্ট করাতে হয়। এতে তার ফুসফুসের অবস্থা যেমন জানা যায়, তেমনই শারীরিক সক্ষমতাও বোঝা যায়। রোহিত সাদা বলের সিরিজে প্রথম ম্যাচেই খেলবেন।