প্রতিবেদন : ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা কম। গুরুতর রোগীও নেই। এই কারণে হাসপাতালের দুই চিকিৎসককে স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম এবং আর জি কর হাসপতালে। ওই হাসপাতালগুলিতে হৃদরোগীর সংখ্যা বেশি। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন এমন রোগীও রয়েছেন।
আরও পড়ুন-পরিষদীয় কাজে হবে না সঙ্কট, বললেন অধ্যক্ষ
এই পরিস্থিতিতে রোগীদের পরিষেবা দিতেই ওই দুই হৃদরোগের শল্য চিকিৎসককে স্থানান্তরিত করা হয়েছে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। কিন্তু এই কারণে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হৃদরোগের অস্ত্রোপচার বন্ধ বলে যে অভিযোগটি উঠেছে তা স্বাস্থ্য দফতর খতিয়ে দেখবে বলে জানানো হয়েছে। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরেও আনা হবে। কারণ মুখ্যমন্ত্রী বরাবরই স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। ফলে সমস্যা থাকলেও তা দ্রুত সমাধান হবে বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর