ফের তাপপ্রবাহের সতর্কতা, কবে ফের বাংলায় বৃষ্টি

পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়বে।

Must read

চলতি সপ্তাহের (week) শুরু থেকে বলা যায় একপ্রকার রোজ সন্ধ্যাতেই কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে বাংলায়। শনি ও রবিবার ঝড় খুব একটা হবে না সেটা আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল। জানা যাচ্ছে, মঙ্গলবার থেকে ফের গোটা রাজ্যেই বাড়বে ঝড়-বৃষ্টির দাপট। রবিবার ও সোমবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের বেশ কয়েকটি জেলায়। মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন-লরির ধাক্কায় মৃৃত্যু টেলি অভিনেত্রীর

পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়বে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই তাপমাত্রা খানিকটা কমতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

Latest article