প্রতিবেদন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে গরমের দাপট ক্রমশ বাড়ছে। প্রায় প্রতিদিনই একটু একটু করে চড়ছে তাপমাত্রা। বৃষ্টির নামই নেই। দেখা নেই কালবৈশাখীরও। ফলে কাঠফাটা রোদে নাজেহাল শহরবাসী। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) বলছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। দেওয়া হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। সকালে সূর্য উঠতেই শুরু হয়ে যাচ্ছে রোদের তেজ। এর জেরে নাভিশ্বাস উঠছে নিত্যযাত্রীদের।
এরই মধ্যে উত্তরবঙ্গের জন্য রয়েছে সুখবর। উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারের মতো জেলাগুলি। এই জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া পশ্চিমের তিন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশ লাগোয়া নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম। এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগর থেকে সম্প্রতি বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকেছে এ রাজ্যে। এর সঙ্গে প্রতিবেশী বিহার ও পাঞ্জাবের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলেই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ছিল। শহরের সর্বনিম্ন তাপমাত্রা কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। পাল্লা দিয়ে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতাও। এর জেরে অস্বস্তি বাড়ছে আমজনতার। ডাক্তাররা এ-বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।