আরও কয়েকদিন চলবে তাপপ্রবাহ : আইএমডি

Must read

প্রতিবেদন : তীব্র গরম ও তাপপ্রবাহ (Heat wave- IMD) থেকে এখনই স্বস্তি মিলছে না। বুধবার মৌসম ভবন জানিয়েছে, উত্তর ভারতের বিভিন্ন রাজ্য এবং তেলেঙ্গানায় তীব্র গরম ও তাপপ্রবাহ আরও কয়েকদিন বজায় থাকবে। তারপর কিছুটা হলেও কমবে তাপমাত্রা। পাশাপাশি আইএমডি জানিয়েছে, চলতি সপ্তাহে কর্নাটক ও তামিলনাড়ুতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হবে। বেঙ্গালুরু শহর ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে তাপপ্রবাহে (Heat wave- IMD) বিহারে মৃতের সংখ্যা আরও কিছুটা বেড়েছে। বিহারে চলতি গরমের মরশুমে তাপপ্রবাহের বলি হয়েছেন প্রায় ৬০ জন। বুধবারে ওড়িশা থেকেও তাপপ্রবাহের কারণে একজনের মৃত্যুর খবর মিলেছে। তবে আবহাওয়া দফতর ওড়িশার জন্য এদিন কিছু আশার খবর শুনিয়েছে। বলা হয়েছে, এ রাজ্যে আগামী কয়েকদিনের মধ্যেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে রাজস্থান, দিল্লি ও হরিয়ানায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলেও আইএমডি জানিয়েছে। প্রবল গরম এবং লুয়ের কারণে গো বলয়ের রাজ্যগুলিতে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। বৃষ্টি আরও দেরিতে হলে চাষের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে বলে আশঙ্কা।

আরও পড়ুন-মণিপুরের বিজেপি সরকারের উপর রাজ্যবাসীর আস্থা নেই

Latest article