প্রতিবেদন : মার্চ মাস পড়তে না পড়তেই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। তাই বসন্ত উৎসবে কতটা বসন্তের আমেজ মিলবে বলা শক্ত। চড়া রোদকে সঙ্গী করেই এবার দোল কাটতে চলেছে বঙ্গবাসীর। আবহাওয়া দফতর সূত্রে খবর, দোল ও হোলিতে আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। গত কয়েকদিনের মতো একইরকম আবহাওয়া থাকবে। উল্টে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রা আরও বাড়তে পারে। উত্তরে অবশ্য সে সম্ভাবনা কম। তাই দোল খুব একটা আরামদায়ক হবে এমন বলা যাচ্ছে না।
আরও পড়ুন-দশ হাজার বাড়িতে তৃণমূলের মহিলারা
মঙ্গলবার দোল আর বুধবার হোলি। এই দু’দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। ৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ওপর আপাতত কোনও নিম্নচাপের আশঙ্কা নেই। বাতাসে জলীয় বাষ্প না থাকায় উত্তর, পশ্চিমের গরম ও শুষ্ক বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। ফলে বেড়েই চলেছে তাপমাত্রা।