দশ হাজার বাড়িতে তৃণমূলের মহিলারা

দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত। আগামী ৮ মার্চ নারীদিবসকে সামনে রেখে নয়া কর্মসূচি নিল মহিলা তৃণমূল কংগ্রেস।

Must read

প্রতিবেদন : দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত। আগামী ৮ মার্চ নারীদিবসকে সামনে রেখে নয়া কর্মসূচি নিল মহিলা তৃণমূল কংগ্রেস। বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে রাজ্যের নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী উন্নয়নে ভূরি ভূরি পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই বিষয়টিকে জনমানসে বিশেষ করে মহিলাদের কাছে তুলে ধরতে তৎপর হল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৩৬টি সাংগঠনিক জেলার দশ হাজার বাড়িতে যাবেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন-বিধ্বস্ত টেন হ্যাগ, এটা ম্যান ইউ নয়!

এছাড়াও দোল উৎসব-হোলি উপলক্ষে পাঠানো হবে শুভেচ্ছা বার্তাও। সেখানে লেখা থাকবে, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবস। এই দিনটিকে সাংগঠনিক কাজে লাগিয়ে মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরি করবেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। নারীদিবসের দিনটিকেই বেছে নিল ঘাসফুল শিবির। ৮ মার্চ বাড়ি-বাড়ি পৌঁছে যাবেন তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। বসন্ত ও দোল উৎসবকে কেন্দ্র করে আবিরের সঙ্গে তাঁরা বাংলার মহিলাদের কাছে পৌঁছে দেবেন শুভেচ্ছা বার্তাও। হোক আনন্দ অনন্ত, দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত। এর পাশাপাশি ধর্মতলার অনুষ্ঠানও করা হবে। সোমবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মন্ত্রী ও মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Latest article