প্রতিবেদন : ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা (Alert) জারি করল আলিপুর (Alipur) আবহাওয়া দফতর। তাপমাত্রা ছাড়াতে পারে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মূলত চার থেকে পাঁচ জেলায় (District) এমন পরিস্থিতি তৈরি হবে বলে আভাস দেওয়া হয়েছে। আগামী পাঁচ দিনে দক্ষিণের (South) প্রায় সব জেলাতেই ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে।
আরও পড়ুন-পাসপোর্ট তৈরিতে ভুয়ো নথি, গ্রেফতার আরও ১
উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকার উপরের পাঁচ জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।