দক্ষিণে ভারী, উত্তরে হবে হালকা বৃষ্টি

আবহাওয়া বিশারদেরা জানাচ্ছেন, ঘূর্ণাবর্তটি তৈরি হতে চলেছে শনিবারই, ষষ্ঠীতে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।

Must read

প্রতিবেদন : ঘূর্ণাবর্ত রূপ নিচ্ছে নিম্নচাপের। স্বাভাবিকভাবেই পুজোর আনন্দে কিছুটা বাধ সাধার সম্ভাবনা। এখনও পর্যন্ত যা ইঙ্গিত মিলছে তাতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে সপ্তমী এবং অষ্টমীতে। দক্ষিণবঙ্গের ১০টি জেলায় হতে পারে প্রবল বৃষ্টি। সবমিলিয়ে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার অভিজ্ঞতা হতে পারে পুজোর দুদিন। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

আরও পড়ুন-দু’দিনে রেকর্ড আয় মেট্রোর

আবহাওয়া বিশারদেরা জানাচ্ছেন, ঘূর্ণাবর্তটি তৈরি হতে চলেছে শনিবারই, ষষ্ঠীতে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। ক্রমশ শক্তি বাড়বে এই ঘূর্ণাবর্তের। এর সঙ্গে মিশে যাবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরও একটি ঘূর্ণাবর্ত। এরই পরিণতিতে রবিবার বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত রূপ নিতে পারে নিম্নচাপের। এবং পুজোয় নিয়ে আসতে পারে মন খারাপের আবহাওয়া। তবে হার মানতে রাজি নন অনেকেই। নতুন জামাকাপড় পরে হাতে ছাতা নিয়েই বেরিয়ে পড়ার মানসিক প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

Latest article