বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজধানীবাসীর

Must read

নয়াদিল্লি : অসময়ের বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজধানীবাসীর। রবিবার থেকে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ব্যাহত দিল্লির স্বাভাবিক জীবনযাত্রা। সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম কাজের দিনটিতেই জমা জল আর মারাত্মক যানজটের ফলে সেন্ট্রাল দিল্লি, এয়ারপোর্ট রোড-সহ বেশকিছু প্রধান প্রধান রাস্তা কার্যত থমকে গিয়েছে। জল জমেছে এয়ারপোর্টের কাছে আন্ডারপাসেও। সেখানে আটকে গিয়েছে বেশ কিছু গাড়ি। তবে শুধু দিল্লি নয়, একই অবস্থা উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড-সহ আশপাশের সব রাজ্যেই। জাতীয় আবহাওয়া দফতর সূত্রে সোমবার দিনও বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন : বিস্ফোরক বিজেপি-ঘনিষ্ঠ রাজ্যপাল

এমনকী জম্মু-কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই পাহাড়ে ধস নামার ফলে উত্তরাখণ্ডে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগামী দু’দিনের জন্য চারধাম যাত্রাও বন্ধ রাখা হয়েছে। কেদারনাথ যাত্রায় যাঁরা সেখানে আটকে আছেন তাঁদের ফিরিয়ে আনার চেষ্টাও করা হচ্ছে। জাতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে নরেশ কুমার জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলেই দিল্লি-সহ আশপাশের এলাকার আবহাওয়ার এই পরিবর্তন। এই অবস্থা চলবে আগামী ৪৮ ঘণ্টা।

Latest article