নিজেদের গুছিয়ে আগেই ফের শুক্রবার (৮ ডিসেম্বর) এবং শনিবার (৯ ডিসেম্বর) তামিলনাড়ু (TamilNadu) এবং প্রতিবেশী কেরালায় (Kerala) বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ শুক্রবার এবং শনিবার কেরালা এবং মাহেতে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শনিবার তামিলনাড়ুতে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এমন এক সময়ে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যখন চেন্নাইয়ের বাসিন্দারা ঘূর্ণিঝড়-পরবর্তী দুর্ভোগের সাথে মোকাবিলা করে উঠতে পারে নি। এখনও বিদ্যুৎ সংকট এবং দুধের ঘাটতি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন-চিতাবাঘের দেহ উদ্ধার, পিটিয়ে খুন?
এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতে শীতের তীব্রতা বাড়বে। আগামী চার দিনের জন্য দিল্লি এবং আশেপাশের অঞ্চলগুলির সর্বনিম্ন তাপমাত্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।
আরও পড়ুন-চিনের অজানা নিউমোনিয়ার ব্যাক্টেরিয়া ভারতে! দিল্লির এইমসে ভর্তি ৭
প্রসঙ্গত, সাইক্লোন মিগজাউম শক্তি হারিয়ে অন্ধ্র ও ওড়িশা উপকূলে নিম্নচাপ হিসাবে রয়েছে। সেই নিম্নচাপ বাংলায় শীতকে একেবারেই আটকে দিয়েছে। আজ, বৃহস্পতিবার সকাল থেকে বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হাওড়া, হুগলি সহ অনেক জেলায় বৃষ্টি হয়েছে। বাদ যায় নি কলকাতাও। আগামীকাল কাল শুক্রবার পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই মেদিনীপুর,বীরভূম, বাঁকুড়া, হাওড়া, দুই বর্ধমান, পুরুলিয়া সহ একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।