চিনের অজানা নিউমোনিয়ার ব্যাক্টেরিয়া ভারতে! দিল্লির এইমসে ভর্তি ৭

Must read

চিনে হু হু করে বাড়ছে রহস্যময় নিউমোনিয়ায় (Mysterious Pneumonia) আক্রন্তের সংখ্যা। এই নিউমোনিয়া ভারতেও ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হয়েছিল। এবার এই আশঙ্কাই সত্যি হতে চলেছে। ল্যানসেটের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লি এইমসে চিনা নিউমোনিয়ায় আক্রান্ত ৭ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

মিডিয়া রিপোর্ট দাবি করেছিল, ল্যানসেট মাইক্রোবের তথ্য বলছে, ২০২৩ সালে ভারতে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ওই ব্যাকটেরিয়া সম্পর্কিত নিউমোনিয়ার ৭ টি নমুনাকে পজিটিভ পাওয়া গিয়েছে। রিপোর্ট বলছে, তাদের মধ্যে একটি কেস পিসিআর টেস্ট থেকে মিলেছে। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এম নিউমোনিয়া বা মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া খুবই সাধারণ একটি ব্যাকটেরিয়া। কেন্দ্র জানিয়ে দিয়েছে যে, সাম্প্রতিক যে নিউমোনিয়ার বাড়বাড়ন্ত চিনে দেখা যাচ্ছে, যার ফলে শ্বাসকষ্ট হচ্ছে, তার সঙ্গে দিল্লি এইমসে আসা ৭ নমুনার কোন যোগ নেই।

চিনে মহামারির আকার নিতে চলেছে রহস্যময় নিউমোনিয়া (Mysterious Pneumonia)। চিনে এই রোগের দাপটের পরই ভারতের একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো ঠিক করার জন্য নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের ওই নির্দেশ পাওয়ার পরেই একাধিক রাজ্য সতর্কতা জারি করেছে। তবে জানা গিয়েছে, শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং যাঁরা দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, তাদের জন্য এই অজানা নিউমোনিয়া খুবই ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন- তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ রেবন্তের

Latest article