তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ রেবন্তের

Must read

তেলেঙ্গানার প্রথম কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। বৃহস্পতিবার হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে শপথ নেন রেড্ডি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। পাশাপাশি এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তবে শেষ মুহূর্তে রেবন্ত মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের শীর্ষনেতাদের আমন্ত্রণ জানালেও অন্য দলের শীর্ষনেতাদের সেভাবে মঞ্চে দেখা যায়নি।

আরও পড়ুন- বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান: গিরিরাজকে বহিষ্কারের দাবি, সংসদে বিক্ষোভ তৃণমূল সাংসদদের

বৃহস্পতিবার এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে রেবন্তের (Revanth Reddy) শপথের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভাট্টি বিক্রমার্ক। তিনিও রেবন্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলের প্রদেশ সভাপতির উপরই আস্থা রাখেন। সেই সঙ্গে মোট ১১ জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এদের মধ্যে নরেশ উত্তম রেড্ডি-সহ তেলেঙ্গানা কংগ্রেসের প্রায় সব শীর্ষনেতার নামই রয়েছে। শপথ গ্রহণের পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেলেঙ্গানার সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস পেয়েছে ৬৪টি আসন। জোট সঙ্গী সিপিআইয়ের দখলে গিয়েছে একটি আসন। বিআরএসের দখলে গিয়েছে ৩৯টি আসন। অন্যান্যদের মধ্যে বিজেপি ৮টি আসন। AIMIM পেয়েছে ৭টি আসন।

Latest article