বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান: গিরিরাজকে বহিষ্কারের দাবি, সংসদে বিক্ষোভ তৃণমূল সাংসদদের

Must read

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় অপমান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এর প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন তৃণমূলের (TMC Protest) মহিলা সাংসদদের। সকাল থেকে ছিলেন মহুয়া মৈত্র, শতাব্দী রায়,মালা রায়, অপরূপা পোদ্দার, মৌসম বেনজির নূর।

তৃণমূল সাংসদদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে। সাংসদ মালা রায় বলেন, KIFF-এর মঞ্চে উপস্থিত অতিথিদের সম্মান জানাতে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ করেছেন তাঁকে কটাক্ষ করে বিজেপি নিম্নরুচির পরিচয় দিয়েছে। এটা শুধুমাত্র ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর অপমান নয়, এটা বাংলার সব মহিলাদের অপমান। এটাই বিজেপির কালচার। তিনি বিধানসভার প্রসঙ্গ টেনে বলেন একইভাবে রাজ্যের অধিবেশন চলাকালীন যেকোনও প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে যেভাবে অপমান করতে দেখা যায় বিজেপি বিধায়কদের দিল্লিতেও সেই একই ঘটনা।

আরও পড়ুন-কথা রাখলেন অভিষেক, চালু সাংসদ সহায়তা কেন্দ্র

বলিউড সুপারস্টার সলমন খানের অনুরোধে উৎসবের থিম সং-এর সঙ্গে তাল মিলিয়ে বাংলার সিনেপ্রেমী মানুষকে বিনোদনের উন্মাদনায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তাঁর এই সদর্থক মানসিকতাকে অসম্মান, অপমান করেছেন বিজেপির মন্ত্রিসভার সদস্য গিরিরাজ সিং। বাংলার মুখ্যমন্ত্রী ‘ঠুমকা’ নেচেছেন বলে তিনি যে নিম্নরুচির পরিচয় দিয়েছিলেন, গিরিরাজের সেই কটাক্ষের জবাবে মানহানি-মামলার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল (TMC Protest)।

সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, বিজেপি কোনদিনই বাংলায় শাসন করতে পারবে না। আর বাংলার মুখ্যমন্ত্রী খুব ভাল করে জানেন কীভাবে সংস্কৃতিকে সম্মান করতে হয়। কিন্তু বিজেপির মন্ত্রী যেভাবে নারীদের অসম্মান করেছেন তাতে তাঁর অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়া উচিত।

Latest article