প্রতিবেদন: শনিবার সকাল থেকেই শহরজুড়ে (Kolkata) ছিল মেঘলা আকাশ। রাজ্যের প্রায় সব জেলা থেকেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) খবর এসেছে। তবে মুক্তি মেলেনি ভ্যাপসা গরম ও ঘামের হাত থেকে। আর্দ্রতাজনিত অস্বস্তি জারি আছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবি ও সোমবার বৃষ্টি আরও বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির (Rain) পরিমাণ কিছুটা কমবে উত্তরের জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ার বিভিন্ন এলাকায় রবিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই বর্ধমান ও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণের ৬টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না।
আরও পড়ুন- মধ্যপ্রদেশে জঙ্গলে টেনে নাবালিকাকে গণধর্ষণ, টুইটবার্তায় নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস