মধ্যপ্রদেশে জঙ্গলে টেনে নাবালিকাকে গণধর্ষণ, টুইটবার্তায় নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

এই অবস্থায় দেশ জুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে।

Must read

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাতনা জেলার মাইহারে একটি মন্দিরের কাছে জঙ্গলে ধর্ষণ করা হয় এক নাবালিকাকে (Minor)। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে এবং দেখা যায় সারা শরীরে রক্তের ও কামড়ের দাগ। এই অবস্থায় দেশ জুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে খবর, ধৃতদের মধ্যে একজন মন্দিরে গোপালনের কাজ করত। আপাতত, নির্যাতিতা নাবালিকা মাইহার সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ক্রমশ, নাবালিকার শারীরিক অবস্থা অবনতি হওয়ায়, তাকে রেওয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন-৩০০ কোটি বিনিয়োগ, বিশাল ইথানল কারখানা এবার বাংলায়, লাভবান হতে চলেছে ১০,০০০ কৃষক

নির্যাতিতা নাবালিকা সাতনা জেলার মাইহার থানা এলাকার আরকান্দি শহরের বাসিন্দা। শুক্রবার সন্ধে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফে গভীর রাত পর্যন্ত খুঁজে থানায় ডায়েরি করা হয়। শনিবার ভোরে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি জঙ্গল থেকে ১১ বছরের ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন-তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে গুলি, কুপিয়ে খুন

এই অবস্থায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইট করে নিন্দায় সরব হয়েছে। এদিন টুইট বার্তায় লেখা হয়েছে, ‘নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ রাজ্য হিসেবে মধ্যপ্রদেশের দুর্নাম অব্যাহত! কেন বিজেপি সরকার এই বিষয়ে নীরব? কেন শিবরাজ চৌহান তার রাজ্যে নারী ও মেয়েদের দুর্দশার জন্য জবাবদিহি করছেন না? বিজেপির মুখপাত্র, যারা বিরোধী শাসিত রাজ্যগুলিকে সবার আগে নিশানা করতে ছাড়েন না কেন এখন তারা চুপ?’

আরও পড়ুন-অর্ডিন্যান্স ও অনাস্থা নিয়ে কৌশল ইন্ডিয়ার

এদিন টুইটবার্তায় স্মৃতি ইরানিকে নিশানা করে লেখা হয়, ‘নারীদের শোচনীয় অবস্থার মোকাবিলা করার জন্য তার রাজনৈতিক নাটক এবং জাল ক্ষোভকে একপাশে সরিয়ে রাখার সাহস আছে? আর সর্বোপরি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি নারী সশক্তিকরণের জন্য একজন ক্রুসেডার বলে দাবি করা হয়, ডাবল ইঞ্জিন সরকারে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ হয়েছেন?’

 

Latest article