তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে গুলি, কুপিয়ে খুন

গতকাল রাতে নাকাশিপাড়ায় এক নির্দল প্রার্থীর সমর্থককে বাড়ি থেকে ডেকে কুপিয়ে খুন করা হয়।

Must read

পঞ্চায়েত নির্বাচন (Panchayat election) শেষ হয়ে গেলেও ভোট পরবর্তী হিংসা কিছুতেই থামছে না। গতকাল রাতে নাকাশিপাড়ায় এক নির্দল প্রার্থীর সমর্থককে বাড়ি থেকে ডেকে কুপিয়ে খুন করা হয়। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুর এলাকায় কুপিয়ে খুন করা হল তৃণমূল কংগ্রেসের (TMC) জয়ী পঞ্চায়েত সদস্যকে।

আরও পড়ুন-অর্ডিন্যান্স ও অনাস্থা নিয়ে কৌশল ইন্ডিয়ার

জানা গিয়েছে, নিহত তৃণমূল কংগ্রেসের জয়ী পঞ্চায়েত সদস্যের নাম মৈমুর ঘরামি ওরফে ময়না (৪০)। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের অর্জুনপুরের বাসিন্দা। মগরাহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে শুরু করেছে। আজ, শনিবার সকাল থেকে মগরাহাটের অর্জুনপুর এলাকায় এই নিয়ে উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

আরও পড়ুন-উড়ে গেল বিমান, রাজ্যপালকে না নিয়ে

এই বিষয়ে এসডিপিও মিতুল দে জানিয়েছেন, ‘‌মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী ছিলেন মৈমুর ঘরামি। তাঁকেই খুন করা হয়েছে। আর একজন আহত হয়েছেন। এই খুনের ঘটনায় কয়েকজন দুষ্কৃতীর নাম উঠে আসছে। তবে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করে কিছু বের হয় কিনা দেখা হচ্ছে। ওই দুষ্কৃতীরা এলাকায় চুরির সঙ্গে যুক্ত। চুরির কাজে বাধা দেওয়ায় শুক্রবার রাতে মৈমুর ঘরামির উপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।’‌

আরও পড়ুন-মণিপুর: সুপ্রিম কোর্টে আর্জি জানাল কেন্দ্র

শুক্রবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় মৈমুর ঘরামিকে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঘিরে ফেলে। তাকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। মৈমুরের চিৎকার শুনে প্রতিবেশী শাজাহান এগিয়ে এলে তাকেও গুলি করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৈমুরকে মৃত বলে ঘোষণা করেন। শাজাহান আপাতত চিকিৎসাধীন।

 

Latest article