৩০০ কোটি বিনিয়োগ, বিশাল ইথানল কারখানা এবার বাংলায়, লাভবান হতে চলেছে ১০,০০০ কৃষক

কারখানার ৫২ একর জমির মধ্যে ২৮.১৫ একর জমি রাজ্য সরকার লিজে দিয়েছে।

Must read

কেন্দ্রীয় সরকার পেট্রোলের সঙ্গে ইথানল (ethanol) মিশিয়ে বিক্রি করার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে । বেশ কয়েকটি জায়গায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। ২০২৫ সালের মধ্যে গোটা ভারতেই এই বদল আনতে চলেছে কেন্দ্র।এই পরিস্থিতিতে মালদায় (Malda) তৈরি হচ্ছে উত্তরবঙ্গের (North Bengal) সবথেকে বড় ইথানল কারখানা।

আরও পড়ুন-তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে গুলি, কুপিয়ে খুন

এই ইথানল কারখানা ৫২ একর জমির ওপর গড়ে উঠতে চলেছে। এই কারখানা ‘জেএসআর গ্রেন এনার্জি’ নামক সংস্থা গড়ে তুলছে। সরাসরি চাকরি পাবেন ৫০০ জন। জানা গিয়েছে রাজ্যের প্রায় ১০ হাজার কৃষক লাভবান হবেন। কারখানার ৫২ একর জমির মধ্যে ২৮.১৫ একর জমি রাজ্য সরকার লিজে দিয়েছে। আগামী ৮ মাসের মধ্যেই কারখানায় ইথানল উৎপাদনের কাজ শুরু করা হচ্ছে।

আরও পড়ুন-অর্ডিন্যান্স ও অনাস্থা নিয়ে কৌশল ইন্ডিয়ার

কারখানার জন্য জমি প্রদান এবং অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ‘জেএসআর গ্রেন এনার্জি’। সূত্রের খবর, সংস্থাটি দিনে ২ লাখ লিটার ইথানল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে। জ্বালানি সংস্থাগুলি কারখানা থেকে সরাসরি ইথানল কিনতে পারবে। কাজের জন্য ৩০০ জন দক্ষ কারিগর এবং ২০০ জন অদক্ষ কারিগরকে এই কারখানায় নিয়োগ করা হবে।

আরও পড়ুন-উড়ে গেল বিমান, রাজ্যপালকে না নিয়ে

কারখানার অন্যতম মালিক রাজেন্দ্র জৈন এই বিষয়ে জানিয়েছেন, দৈনিক ২ লাখ লিটার ইথানল উৎপাদনের জন্য ৬০০ টন চাল প্রয়োজন পড়বে। বার্ষিক হিসেবে কমপক্ষে ২ লক্ষ টন চালের প্রয়োজন পড়বে। মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুর জেলার অসংখ্য কৃষক সরাসরি কারখানায় চাল বিক্রি করতে পারবেন। আনুমানিক ১০ হাজার কৃষকের এর থেকে লাভ হতে পারে। ইথানলের কাঁচামাল হিসেবে ভাঙা চাল আসতে পারে পূর্ব বর্ধমান থেকেও। সংস্থা ফুড কর্পোরেশন থেকেও চাল কিনতে পারে বলে আপাতত জানা যাচ্ছে।

Latest article