রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতকা অঞ্চলে যাত্রী-সহ আচমকাই ভেঙে পড়ল হেলিকপ্টার। ১৬জন যাত্রী দুর্ঘটনার কবলে। এদের মধ্যে এক শিশু সহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক নিউজ সূত্রে খবর, আট যাত্রীকে আপাতত উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
রাশিয়ার কামচাতকা অঞ্চল পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। বৃহস্পতিবার, এই পর্যটক যাচ্ছিলেন বলে সূত্রের খবর।
যদিও এখনও হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পরে কপ্টারটি কুড়িল লেকে ডুবে গিয়েছে। উদ্ধারকারী দলের কর্মীরা এই কথাই জানিয়েছেন।
এর আগেও জুলাইয়ে ওই অঞ্চলে বিমান দুর্ঘটনায় ১৯ জন নিহত হন।