বিশ্বর‍্যাঙ্কিং-এ নীরজ চোপড়ার বড় সাফল‍্য, উঠে এলেন দ্বিতীয় স্থানে

Must read

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) সোনা জয়ের পর এবার বিশ্বর‍্যাঙ্কিংও নীরজ চোপড়া বড় সাফল‍্য পেলেন ( neeraj chopra)। একলাফে ভারতের এই অ‍্যাথলিট ১৬ থেকে দ্বিতীয় স্থানে উঠে এলেন। অলিম্পিক্সের আগে নীরজের র‍্যাঙ্কিং ছিল ১৬।

বৃহস্পতিবারই জ‍্যাফলিন থ্রোয়ের বিশ্বর‍্যাঙ্কিং প্রকাশিত হয়। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স সম্প্রতি যে ক্রমতালিকা প্রকাশ্যে এনেছে তাতে এক নম্বরে রয়েছেন জোহানেস ভেটের৷ জার্মানির জোহানেস জ‍্যাফলিন থ্রোয়ের বিশ্বর‍্যাঙ্কিং-এর শীর্ষে রয়েছেন। তাঁর পয়েন্ট ১৩৯৬। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের নীরজ। তাঁর পয়েন্ট ১৩১৫।

ধারাবাহিকতা বজায় রাখলে নীরজ ভেটেরকে টপকে যেতে পারেন। ক্রমতালিকায় উন্নতি ছাড়াও বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার পক্ষ থেকে নীরজ বিশেষ সম্মানও পেয়েছেন ৷

 

Latest article