ছয় মাস আগে ক্ষমতা দখল করার পর তালিবান শাসক দেশকে মাদকমুক্ত করার কথা জানিয়েছিল। দেশকে মাদকমুক্ত করতে তারা এক অভিনব পন্থা নিয়েছে। দেশের অধিকাংশ মাদকাসক্তকে তিন মাসের জন্য একটি রিহ্যাব সেন্টারে ভরে রাখছে তারা। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ওই রিহ্যাব সেন্টারগুলিতে চূড়ান্ত অব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন-সতর্কবার্তা হু-র
একটি খাটে তিনজন করে বন্দিকে শুতে হয়। খাবারের উপযুক্ত ব্যবস্থা নেই। খিদে মেটাতে সেখানকার বাসিন্দারা ঘাস চিবিয়ে খাচ্ছে। কখনওবা হাতের কাছে পাওয়া কোনও বিড়ালকে মেরে তার মাংস খেয়ে খিদে মেটাচ্ছে। সপ্তাহে দুই থেকে তিনদিন রিহ্যাবে থাকা বন্দিদের কার্যত উপোস করে কাটাতে হয়। রিহ্যাব থেকে ছাড়া পাওয়া আব্দুল নামে এক ব্যক্তি ডেনমার্কের এক সাংবাদিককে বলেছেন, খিদের জ্বালা মেটাতে কিছুদিন আগে তাঁরা এক বন্দিকে হত্যা করে তার মাংস ঝলসে খেয়েছিলেন।