সতর্কবার্তা হু-র

হু-র করোনা বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কার্কোভ বলেছেন, এই মুহূর্তে বিশ্ব থেকে এই অতিমারি বিদায়ের কোনও সম্ভাবনা নেই।

Must read

ওমিক্রনের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে গোটা বিশ্ব। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট জানিয়েছে, ধাক্কা এখানেই শেষ নয়। বরং ওমিক্রনের থেকেও অনেক বেশি সংক্রামক ও প্রাণঘাতী এক প্রজাতির আবির্ভাব ঘটতে চলেছে। হু-র করোনা বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কার্কোভ বলেছেন, এই মুহূর্তে বিশ্ব থেকে এই অতিমারি বিদায়ের কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন-বিজেপির ক্রাইম সিন্ডিকেটের অংশ ইডি

বরং কোভিড-১৯ এর এক নতুন স্ট্রেনের আবির্ভাব ঘটতে চলেছে। যা ওমিক্রনের থেকে অনেক বেশি সংক্রামক হবে। শুধু তাই নয়, হবে অনেক বেশি প্রাণঘাতী। ওমিক্রনের সংক্রমণ দ্রুত ছড়ানোর জন্য মানুষের অসাবধানতা অন্যতম কারণ বলে মনে করছে হু। একইসঙ্গে হু-র পক্ষ থেকে করোনা প্রতিরোধ করতে আরও দ্রুত টিকাকরণে জোর দেওয়া হয়েছে। কার্কোভ জানিয়েছেন, যাঁরা ভ্যাকসিন নেননি আগামী দিনে তাঁদের মাধ্যমে করোনার সংক্রমণ ছড়াবে। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের উপরেই এই নতুন স্ট্রেন বেশি প্রভাব ফেলবে।

Latest article