১২ বছরের একটি ছেলের উপর নারকীয় অত্যাচার করার ফলে গ্ৰেফতার (arrest) হলেন মা। অস্ট্রিয়ার (Austria) এই ঘটনা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই মহিলা তার ছেলেকে কুকুরের খাঁচায় বন্ধ করে রেখেছিলেন। এরপর তার ওপর ঠান্ডা জল ঢেলে দেন। হিম শীতল তাপমাত্রায় তাকে আটকে রাখেন। পুলিশ জানতে পেরেই গ্ৰেফতার করে ওই মহিলাকে। আপাতত অস্ট্রিয়া পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। লোয়ার অস্ট্রিয়া প্রদেশের পুলিশ মুখপাত্র, জোহান বামস্লাগার জানান, ৩২ বছর বয়সি ওই মহিলার বিরুদ্ধে হত্যার চেষ্টা ও আরও কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার জেরেই আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।
আরও পড়ুন-আবাস যোজনা সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রকে চিঠি দিল নবান্ন
ছেলেটি ওই অত্যাচারের ফলে আপাতত কোমায় রয়েছে। শরীরের তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসে (৮০.২ ফারেনহাইট) নেমে গিয়েছিল। ছেলেটিকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মায়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। তারপর পুলিশ মাকে আটক করে। জানা গিয়েছে ছেলেটির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে পুলিশি তদন্তও জোরকদমে চলছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘স্ট্র্যাটেজি’ নির্ধারণ, কালীঘাটে মেগা বৈঠক
উল্লেখ্য কোনও এক বচসার ফলে ছেলেকে ঘুষি মারেন মহিলা। আঘাতের চিকিৎসা না করে ঘণ্টার পর ঘণ্টা কুকুরের বাক্সে আটকে রেখে দেন। ঠান্ডা জল ঢেলে ঠান্ডা পরিবেশে রেখে অত্যাচার চালিয়ে যান। গত বছরের সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত নির্যাতন চলেছে বলেই পুলিশ মনে করছে।