নিজেদের বন্ড আনতে চলেছে কলকাতা পুরসভা

রাজ্যের অর্থ দফতর এই বন্ডের বিশদ জানতে চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি দিয়েছে । এই বিষয়ে আরও একটি অনুমোদনের বিষয় রয়েছে

Must read

কলকাতা পুরসভার (Kolkata Corporation) তরফে ৫, ৭ এবং ১০ বছরের মেয়াদের বন্ড (bond) আনা হবে বাজারে। নির্দিষ্ট সময় বাদে সুদসহ নিজেদের বিনিয়োগ করা টাকা ফেরত পাবেন ক্রেতারা। জানা যাচ্ছে পূর্ব ভারতে এই প্রথম কোনও পুরসভা নিজস্ব বন্ড বাজারে আনতে চলেছে। ২০২৩ সালের নভেম্বর মাস নাগাদই বাজারে এই বন্ড আসতে পারে। সবমিলিয়ে তিন ধাপে এই বন্ড বিক্রি করা হবে।

আরও পড়ুন-ছেলেকে খাঁচায় বন্ধ করে নারকীয় অত্যাচার, ধৃত মা

এই বন্ডের মাধ্যমে মোট ১,০৫০ কোটি টাকা তোলার পরিকল্পনা করা হয়েছে। বন্ড বিক্রি করে যে টাকা উঠবে, সেই টাকা দিয়ে পুরসভার বকেয়া ঋণ মেটানো হবে। রাজ্যের অর্থ দফতর এই বন্ডের বিশদ জানতে চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি দিয়েছে । এই বিষয়ে আরও একটি অনুমোদনের বিষয় রয়েছে। বাজার থেকে বন্ডের মাধ্যমে টাকা তোলা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার আগে কলকাতা পুরসভাকে SEBI-র ছাড়পত্র নিতে হবে কলকাতা পুরসভাকে।

Latest article