রেশন দিতে নয়া অ্যাপ

এই নতুন অ্যাপের মাধ্যমে ছোটখাটো ভুল সংশোধন করা যাবে বলেই জানা গিয়েছে। এই অ্যাপটির নাম হল ‘খাদ্যসাথী আমার রেশন’

Must read

প্রতিবেদন : ৮০ কোটিরও বেশি ভারতীয় সরকারি গণবণ্টন রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গের প্রায় ১০ কোটি মানুষ এই পরিষেবা পান। কিন্তু রেশন পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হচ্ছে। রেশন বণ্টনে স্বচ্ছতা আনার জন্য কেন্দ্রীয় সরকার বায়োমেট্রিক পদ্ধতি মেনে রেশন দেওয়ার ব্যবস্থা চালু করে। কিন্তু তাতেও নানা জটিলতা দেখা যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য নয়া উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। এই লক্ষ্যে খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর চালু করল একটি নয়া অ্যাপ।

আরও পড়ুন-নিজেদের বন্ড আনতে চলেছে কলকাতা পুরসভা

এই নতুন অ্যাপের মাধ্যমে ছোটখাটো ভুল সংশোধন করা যাবে বলেই জানা গিয়েছে। এই অ্যাপটির নাম হল ‘খাদ্যসাথী আমার রেশন’। সূত্রের খবর, এই অ্যাপের মাধ্যমে সাধারণ গ্রাহকদের পাশাপাশি কৃষকরাও নানান সুবিধা পাবেন। গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ্লিকেশনটি। ভুল সংশোধন ছাড়াও এই অ্যাপের মধ্য দিয়ে নতুন রেশন কার্ডের আবেদনের আপডেট, প্রাপ্ত রেশনের পরিমাণের মতো সব খবর পাওয়া যাবে। একই সঙ্গে, এই অ্যাপের মাধ্যমে উপভোক্তারা তাঁর রেশন ডিলারের নাম, ঠিকানা এবং ফোন নম্বরও জানতে পারবেন। চাষিরাও ধান ক্রয়কেন্দ্রের তথ্য পাবেন।

Latest article