মানস দাস,মালদহ : করোনা আক্রান্তরা বাড়িতেই পাবেন চিকিৎসা পরিষেবা। সৌজন্যে মালদহ জেলা স্বাস্থ্য দফতর। টেলি মিডিসিনের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন করোনা আক্রান্তরা। আক্রান্তরা যাঁরা মনে করছেন বাড়িতে বসেই চিকিৎসা করবেন, তাঁরা সরাসরি টেলি মেডিসিনের পরিষেবা পাবেন।দিবা রাত্রি এই পরিষবা চালু থাকছে বলে মালদহ মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-ফুটপাতের হকার পাবেন স্থায়ী দোকান
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহ অধ্যক্ষ ডাঃ পুরঞ্জয় সাহা জানান, রোস্টার তৈরি করা হয়েছে।কোভিড আক্রান্তরা টেলি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাবেন। করোনা দাপটে বেড়েছে মালদহ জেলায়।পরিস্থিতি যে ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে তা প্রতিমুহূর্তেই বোঝা যাচ্ছে। এই অবস্থায় হাসপাতাল থেকে ডাক্তারদের কাছে যাওয়া আরও দায় হয়ে উঠছে। অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা বাড়িতে এসে আর চিকিৎসা করতে চাইছেন না। এই অবস্থায় এবার মালদহ জেলায় চালু হল ‘হ্যালো ডাক্তারবাবু’ পরিষেবা।মালদহ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৪।
আরও পড়ুন-করোনা বাড়ছে, শীতঘুমে বিজেপি আলিপুরদুয়ার
শুক্রবার তা আবারও একলাফে বেড়েছে।এই পরিস্থিতিতে হোম আইসোলেশনে করোনা আক্রান্তদের চিকিৎসা সুনিশ্চিত করতে মালদহ জেলায় চালু হল ‘হ্যালো ডাক্তারবাবু’পরিষেবা। প্রতিটি ব্লক ও পুরসভার জন্য নির্দিষ্ট নম্বর দেওয়া থাকছে।ওই নম্বরে ফোন করলেই বাড়িতে বসেই প্রয়োজনীয় পরামর্শ পেয়ে যাবে কোভিড আক্রান্তরা।কোভিড চিকিৎসার পাশাপাশি মানসিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও টেলি মেডিসিন পরিষেবা দেবেন বলে জানা গেছে। ফলে এই পরিস্থিতিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াল মালদহ জেলা প্রশাসন।