ফুটপাতের হকার পাবেন স্থায়ী দোকান

রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে ও জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত এই বাসস্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যজুড়ে এসেছে উন্নয়নের জোয়ার। একের পর এক সরকারি প্রকল্পে উপকৃত হয়েছেন সাধারন মানুষ । পাশাপাশি বদলে গিয়েছে প্রত্যন্ত এলাকার রাস্তাঘাটের চেহারা। তৈরি হয়েছে নতুন হাসপাতাল, স্কুল। যাত্রীদের সুবিধার জন্য বাস স্ট্যান্ড গুলিকে আধুনিক ভাবে সাজানো হয়েছে।

আরও পড়ুন-করোনা বাড়ছে, শীতঘুমে বিজেপি আলিপুরদুয়ার

এই বাস স্ট্যান্ডের পাশে যে সমস্ত হকারদের অস্থায়ী দোকান ছিল সেগুলিও পাকা করে দেওয়া হবে। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস বলেন,” রাজ্য সরকারের নির্দেশে বাসস্ট্যান্ডটিকে আধুনিক ভাবে সাজানো হয়েছে৷ বাসস্ট্যান্ডে প্রবেশের পথে হকার থাকায় বাস প্রবেশ ও বেরোবার সময় সমস্যা হত। তাই সেই দোকান ঘর গুলি ভেঙে দেওয়া হয়েছে। ওই ব্যবসায়ীদের পরবর্তীতে নতুন দোকান দেওয়া হবে।”

রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে ও জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত এই বাসস্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। নূন্যতম যাত্রীদের বসার জায়গা ছিল না। এমনকি স্থায়ী দোকান ঘর না থাকায় ফুটপাতেই ব্যবসা করতে বাধ্য হচ্ছিলেন হকাররা। এবারে বাসস্ট্যান্ডটিকে নতুন রুপে সাজিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি আগামীতে বাসস্ট্যান্ডেই স্থায়ী দোকান দেওয়া হবে হকারদের।

Latest article