আফগানিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়া চলবে না। সেখানে জেহাদিদের প্রশিক্ষণ ও শিবির স্থাপন মেনে নেবে না ভারত। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই কথা বললেন ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। এদিন নিরাপত্তা পরিষদে আফগানিস্তান নিয়ে আলোচনার সময় কম্বোজ বলেন, ভারত আশা করে যে, আফগানিস্তানের জমিতে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ ও শিবির স্থাপন করা হবে না।
বিশেষ করে নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকায় থাকা জঙ্গিদের ও মাদক পাচারকারীদের আফগানভূমে আশ্রয় দেওয়া হবে না। রুচিরা আরও বলেন, আফগানবাসীর কথা মাথায় রেখে এবং রাষ্ট্রসংঘের আবেদনে সাড়া দিয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে ভারত। কাবুলের উন্নয়নে সব ধরনের সাহায্য কাজ করবে ভারত।